ইমেইলঃ info@umarmadrasha.com
যোগাযোগঃ ০১৭২০-২৯৩৯৯৬

ইমেইলঃ info@umarmadrasha.com
যোগাযোগঃ ০১৭২০-২৯৩৯৯৬
নোটিশঃ

পরিচালকের সংক্ষিপ্ত জীবনী

  • নাম:
  • হাফেজ ক্বারী আস্আদুল্লাহ দা.বা.
  • জন্ম:
  • হাফেজ ক্বারী আস্আদুল্লাহ মাদানী ২২ ডিসেম্বর ১৯৮৪ ইং তারিখে তার নিজ গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বক্সিচাঁদপুর গ্রামের মাওঃ ইউনুস রহঃ এবং মাতা মরহুমা ফাতেমা বেগম এর ঔরসে জন্ম গ্রহণ করেন। তার পিতা সেই অঞ্চলের প্রখ্যাত বুযুর্গ ছিলেন।
  • শিক্ষাজীবন:
  • শিক্ষা জীবন শুরু নিজ গ্রামের কারণ্যপুর মাদরাসায়। সেখানে তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন। তারপর ১৯৯১ সালে মুহাম্মদপুরের বাইতুম সালাম হাফিজিয়া মাদরাসায় হিফজ শুরু করেন এবং সেখানেই হিফজ শেষ করেন। পরবর্তীতে ঢাকার ঐতিহ্যবাহী বারিধারা মাদ্রাসায় কিতাব বিভাগে অধ্যায়ন শুরু করেন। শিক্ষার পাশাপাশি তিনি নানামুখি কর্মব্যস্থতায় সময় ব্যয় করেছেন।
  • সন্তানদী:
  • দুই মেয়ে ও এক ছেলে
  • কর্মজীবন:
  • হাফেজ ক্বারী আস্আদুল্লাহ মাদানী ১৯৯৯ সাল থেকে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। সর্বশেষ ২০০৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ১৪ বৎসর ঢাকাস্থ বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদ্রাসায় তিনি হিফজ বিভাগে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৮ সাল থেকে অধ্যবধি হযরত উমর রা. তাহফিজুল কুরআন কিন্ডার গার্টেন বালক/ বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।

  • হাফেজ ক্বারি আসাদুল্লাহ মাদানী
    প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদরাসা
    সাবেক সিনিয়র শিক্ষক, মাদানীনগর মাদরাসা।